ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী সপ্তাহে মাঠে নামছে। তবে তার ব্রাজিলিয়ানদের শিবিরে আগে বড় দুঃসংবাদ ঘুরে বেড়াচ্ছে। আলিসন বেকার ক্লাব লিভারপুলের হয়ে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন ব্রাজিলের গোলরক্ষক। ফলে দলটি বাছাইপর্বের ম্যাচে দলের প্রথম পছন্দের গোলরক্ষককে নাও পেতে পারে।
এক বিবৃতিতে নিশ্চিত করেছে আলিসনের ইনজুরির বিষয়টি লিভারপুল নিজেদের ওয়েবসাইটে। তবে তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তারা সে বিষয়ে সঠিক কোনো ধারণা দেয়নি। যদিও অলরেডদের কোচ কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, তিনি ধারণা করছেন চোট বেশ গুরুতর। ফলে ক্লপ শিগগিরই তাকে দলে পাওয়ার আশা করছে না। রোববার ক্লপ জানান আলিসনের চোট প্রসঙ্গে, মুখোমুখি ধাক্কা খায় ক্লাবের শনিবারের অনুশীলনে দুজন খেলোয়াড়। একজন সেরে উঠলেও আঘাত থেকে আলিসন পারেননি।
ক্লপের ভাষ্যে, ‘কতটা গুরুতর সমস্যা, ঠিক জানি না আমরা। তার আরও পরীক্ষা করাতে হবে। বিরতি শুরু হচ্ছে আন্তর্জাতিক। আমি নিশ্চিত, জাতীয় দলে সে খেলতে পারবে না।’ এদিকে তার দল চোট গুরুতর হলে স্বাভাবিকভাবেই বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে আলিসনকে পাবে না, প্রায় নিশ্চিত এটা। সেক্ষেত্রে আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়া এবং ১৪ অক্টোবর তাকে ছাড়া দল সাজাতে হবে কোচ তিতেকে। তবে কোনো বিবৃতি দেওয়া হয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে এখনও।