এই মৌসুমের ইউরোপা লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন লিঁলের অ্যাটাকিং মিডফিল্ডার ইউসুফ ইয়াজিকি। ৩-০ গোলে হারালো লিগ ওয়ান ক্লাব এসি মিলানকে। তাতে সব ধরনের প্রতিযোগিতায় ২৪ ম্যাচ ধরে অপরাজিত থাকা সিরি ‘আ’ ক্লাবটি নামলো মাটিতে।
ইয়াজিকি প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন। এই তুর্কি ৫৫ মিনিটে গোল করেন মিলান গোলকিপার জিয়ানলুইজি দোনারুমার ভুলে এবং তিন মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে হ্যাটট্রিক হয় তার।
এদিন বোতলবন্দি ছিলেন মিলানের প্রাণভোমরা জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন। বিরতির আগে ম্যাচে তার অবদান দেখা গেছে। সুইডিশ ফরোয়ার্ডের ফ্রি কিক ফিরিয়ে দেন লিঁল গোলকিপার মাইক মাইগনান।
‘এইচ’ গ্রুপের শীর্ষে লিঁল এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে। এক পয়েন্ট পেছনে মিলান, তারা সর্বশেষ হার দেখেছিল ৮ মার্চ এর আগে। ঘরের মাঠে জেনোয়ার কাছে তারা ২-১ গোলে হেরেছিল। প্রাগ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলটিককে গ্রুপটির আরেক ম্যাচে লুকাস জুলিসের হ্যাটট্রিকে স্পার্তা।