বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনার টিকা নিলেন। এছাড়া দলের স্থায়ী কমিটির আরও কয়েকজন টিকা নিয়েছেন।
বিএনপি প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন মঙ্গলবার (২ মার্চ) বিকেলে।
তিনি বলেন, মহাসচিব, তার স্ত্রী ও ড্রাইভার কুয়েত মৈত্রী হাসাপাতালে টিকা নেন সোমবার (১ মার্চ)। এছাড়া এর আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরিসহ আরও কয়েকজন বিএনপির সিনিয়র নেতা টিকা নিয়েছেন।