সেনাবাহিনীর তৈরি করা সংবিধান পুড়িয়েছে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবিধান পোড়ানোর ছবি পোস্ট করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স বৃহস্পতিবার। ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের প্রতিনিধি ড. সাসা এক টুইটে বলেছেন, নতুন দিনের সূচনা হলো আজ এখানে। পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, র্যালি ও বাড়িতে সেনাঅভ্যুত্থান বিরোধীরা সংবিধান পোড়াচ্ছে। অধিকারকর্মীরা একে ‘সংবিধান পোড়ানো উৎসব’ আখ্যা দিয়েছেন।
জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত ক্রিশ্চিন স্ক্রানার বারগিনি নিরাপত্তা পরিষদে বলেছেন, সক্ষম নয় সামরিক জান্তা মিয়ানমারের শাসন ক্ষমতা পরিচালনা করতে। দেশটির অভ্যান্তরীণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কাউন্সিলের দ্রুত উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন তিনি রক্তপাত এড়াতে। মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী গত পহেলা ফেব্রুয়ারি। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে।