আরও ৫ জনের মৃত্যু হয়েছে দেশে করোনাভাইরাসে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৩৪২ জনের মৃতের সংখ্যা দাঁড়ালো। আরও ৩৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় । এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।
এর আগে দেশে ৪০৬ জনের দেহে করোনা শনাক্ত হয় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন।