পিরোজপুরের নাজিরপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে নাজিপুর থানা পুলিশ এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায়। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির শুক্রবার (৯ অক্টোবর)। কালিপদ রায়ের ছেলে গ্রেপ্তার সজল রায় (২৮) নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঠুটাখালী গ্রামের।
প্রতিবন্ধী ওই স্কুল ছাত্রীকে সজল বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান। মেয়েটিকে বাড়িতে একা পেয়ে সজল তাকে ধর্ষণ করে গত ১৫ সেপ্টেম্বর। পরে ঘটনাটি জানাজানি হলে ৩ অক্টোবর মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সজলকে গ্রেপ্তার করা হয় এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে।