শীত জেঁকে বসেছে। শৈত্যপ্রবাহ আসছে। সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য ও যোগাযোগ সম্পাদক এন আই আহমেদ সৈকত সেই নির্দেশ মেনে ব্যক্তি উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন।
এই যুবলীগ নেতা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের চন্দ্রিপুর এবং মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে ৫০০ মানুষকে কম্বল উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে তিনি আরও অনেক এলাকায় শীতবস্ত্র বিতরণ করতে চান।
এন আই আহমেদ সৈকত বলেন, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই প্রচণ্ড শীতে মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য তাদের পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। মানুষ যেন কষ্ট না পায় শীতবস্ত্রের অভাবে, সেজন্য এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগ নেতা সৈকত।