রণবীর কাপুর অভিনেতা। তাকে বলিউডের ‘ক্যাসানোভা’ বলা হয়। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে বর্তমানে আলিয়া ভাট— একটি বেশি-ই দীর্ঘ তার প্রেমিকার তালিকা! সোনম কাপুরের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায় ‘সাওয়ারিয়া’ সিনেমা মুক্তির পর। এরপর দীপিকার সঙ্গে প্রেম ও ব্রেকআপ। তারপর এই অভিনেতা ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু সেটিও টেকেনি। প্রায় দুই বছর হলো আলিয়া-রণবীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
তবে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের বিষয়টিই বলিপাড়ায় সবচেয়ে বেশি আলোচিত হয় রণবীরের সঙ্গে। এমনকি রণবীর এই অভিনেত্রীর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন। এই অভিনেতা ক্যাটরিনা প্রসঙ্গে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, কিছু মানুষের সম্পর্ক রয়েছে আমার সঙ্গে, জীবন দিতেও রাজি আছি যাদের জন্য। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন, যার মাধ্যমে আপনি কীভাবে সুখে থাকবেন তার সিদ্ধান্ত নিতে হয়।
সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রেম নিয়ে বলিপাড়ায় চর্চা যখন তুঙ্গে, তখন হঠাৎ করেই একসঙ্গে দেখা যায় রণবীর ও ক্যাটরিনাকে। জানা যায় পরে, ‘আজব প্রেম কি গজব কাহানি’ তাদের বন্ধুত্ব হয় সিনেমার সেটে। তারপর তা প্রেমের সম্পর্কে গড়ায়। এরপর তাদের লুকোচুরি প্রেম চলেছে অনেকদিন। রণবীর কাপুর ২০১৪ সালে বাবা-মায়ের বাড়ি ছেড়ে ক্যাটরিনার সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করেন। প্রায় সাত বছর প্রেম করার পর তাদের ব্রেকআপ হয় ২০১৬ সালের জানুয়ারিতে। তাদের ব্রেকআপের কারণে ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিংও বন্ধ হয়ে যায়। যদিও তারা পরবর্তীতে সিনেমার শুটিং শেষ করেন। তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাসি মুখে দেখা যায়। তারা নাকি এখন ভালো বন্ধু!