বাংলাদেশের অবস্থান প্রথম বিশ্বে বায়ু দূষণের তালিকায়। আর সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইস গ্রুপ আইকিউ এয়ার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার।
যেসব ক্ষতিকর উপাদান আছে বায়ুতে, মানবদেহের জন্য সবচেয়ে মারাত্মক উপাদান হচ্ছে পিএম ২.৫ তার মধ্যে। বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ ছিল ১৬২ মাইক্রোগ্রাম ২০২০ সালে। ঢাকার বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ ৭৭ দশমিক ১ মাইক্রোগ্রাম। ২০১৯ সালে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। প্রতি বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৮৩ দশমিক ৩০ মাইক্রোগ্রাম ছিল ওই বছর।
দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান তালিকায় থাকা ১০৬টি দেশের মধ্যে। দেশটিতে বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ প্রতি ঘনমিটারে ১৫৩ মাইক্রোগ্রাম। তৃতীয় অবস্থানে থাকা ভারতে ২.৫ এর পরিমাণ ১৪১ মাইক্রোগ্রাম। প্রতিবেদনে যানবাহনের ধোঁয়া, শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া, নগরীর মধ্যে থাকা ভারী ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে নির্গত ধোঁয়া, ইটভাটা, কয়লা, কাঠ এবং গাড়ির চাকাসহ প্লাস্টিক পোড়ানোর থেকে নির্গত ধোঁয়াকে দায়ী করা হয়েছে বাংলাদেশের বায়ুদূষণের কারণ হিসেবে।