পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়ল প্যাদাকে (৩৫) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে সন্ত্রাসীদের হামলায়। এ ঘটনা ঘটে বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব টিয়াখালী এলাকার পূর্ব রজপাড়া হাওলাদার বাড়ির সামনে।
জুয়েল প্যাদাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
বাংলানিউজকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে। তিনি বলেন, বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে জুয়েল প্যাদার।এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না হাতের কব্জি সন্ত্রাসীরা নিয়ে গেছে কিংবা ঘটনাস্থলে পরে আছে কি না সে বিষয়ে।