৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শাহজাহান তালুকদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ টাঙ্গাইলের ভূঞাপুরে।
উপজেলার রাউৎবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে। তাকেআদালতেপাঠানোহয়েছে বুধবার (২০জানুয়ারি) সকালে। বিষয়টি নিশ্চিতকরেছেন ভূঞাপুরথানাভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোরাশিদুলইসলাম। গোবিন্দাসীইউনিয়নেরকুকাদাইরগ্রামেরহুরমুজতালুকদারেরছেলে গ্রেপ্তারশাহজাহান।বর্তমানেতিনিসিরাজগঞ্জবিদ্যুৎপাওয়ারপ্ল্যান্টেকর্মরতআছেন।
মামলাওছাত্রীরপরিবারসূত্রেজানাযায়, ৫মশ্রেণীরওইছাত্রীরপরিবারেরসঙ্গেঅনেকভালোসম্পর্কছিলোশাহজাহানতালুকদারের উপজেলাররাউৎবাড়িগ্রামের।আরতিনি এসুবাধেওইমেয়েকেদোকানথেকেনানাধরনেরখাওয়ারজিনিসকিনেদিতেন।মাঝেমধ্যেতিনিবাড়িতেওবেড়াতেযেতেন।মঙ্গলবারসন্ধ্যায়ওইছাত্রীরভাইকেনিয়েমোটরসাইকেলযোগেবেড়াতেবেরহনশাহজাহান।কৌশলেছাত্রীরভাইকেমোটরসাইকেলচালাতেবলেন।সঙ্গেনেনওইছাত্রীওতারচারবছরেরছোটখালাতোভাইকে।মোটরসাইকেলেচালকেরপিছনেছোটখালাতোভাইতারপরওইছাত্রীএবংসবশেষেশাহজাহানপিছনেবসে।শাহজাহানমেয়েরস্পর্শকাতরস্থানেহাতদিয়েশ্লীলতাহানিকরে মোটরসাইকেলচলমানঅবস্থায়।পরেসেবিষয়টিপরিবারেরলোকজনেরকাছেবিষয়টিখুলেবলে।ঘটনাটিজানাজানিহলেস্থানীয়লোকজনতাকেগণধোলাইদিয়েপুলিশেসোপর্দকরে।মেয়েরবাবাবাদীহয়েরাতেইশাহজাহানকেআসামিকরেথানায়মামলাদায়েরকরেন এঘটনায়।
ওসিমোরাশিদুলইসলামজানান, ৫মশ্রেণিরএকছাত্রীকেশ্লীলতাহানীরঅভিযোগেশাহজাহানকেগ্রেপ্তায়েছে।তাকেআদালতেপাঠানোহয়েছে বুধবারসকালে।