আরও ১৫ জনের মৃত্যু হয়েছে করোনায় দেশে। এ নিয়ে ৮ হাজার ২০৫ জনের মৃতের সংখ্যা দাঁড়ালো । এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯২ জনের শরীরে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালাে ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন। এর আগে ২৬৬ জনের মধ্যে সংক্রমণ ছিল ২০২০ সালের ১৭ এপ্রিল। এছাড়া শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশে আরও ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও ৫৩১ জন এদিন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয় দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৩৫ শতাংশ নমুনা পরীক্ষা বিবেচনায়। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় ১ দশমিক ৫২ শতাংশ মোট মৃত্যুর হার।