সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বাড়িতে। এই ঘোষণা দিয়েছেন নিজেই এক টুইটে কোয়েল। মানুষ এসে ভিড় করেন প্রতিবারই ভবানীপুরের মল্লিকবাড়ির পূজায় অনেক দূর থেকে। মা দুর্গার পাশাপাশি কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকদের দেখার আলাদা আগ্রহ থাকে সবার। সাংবাদিকরাও ক্যামেরা নিয়ে ছুটে যান। কিন্তু এই নিষেধাজ্ঞা কেন হঠাৎ?
বিষয়টি ব্যাখ্যা করে কোয়েল টুইটে লিখেছেন—কোভিড-১৯ পরিস্থিতিতে মিডিয়া ও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ দুর্গা পূজায় মল্লিক বাড়িতে।এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাড়ির ছোট-বড় সবার সুরক্ষার কথা চিন্তা করেই। ব্যক্তিগতভাবে পালিত হবে মল্লিক বাড়ির এবারের দুর্গা পূজা। আগামী বছর সকলের জন্য মল্লিক বাড়ির দরজা খোলা থাকবে মা দুর্গার আশীর্বাদ থাকলে। নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ২০১৩ সালে প্রযোজক। গত ৫ মে পুত্রসন্তানের মা হন এই নায়িকা। এদিকে করোনা তাণ্ডব শুরু হয়। স্বাভাবিক কারণে শিশুপুত্রকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। নিজেই করোনায় আক্রান্ত হন সর্বশেষ কোয়েল।
শুধু তাই নয়, কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও বর নিসপাল সিংহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন চিকিৎসকের নির্দেশমতো। কোয়েলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে গত ২ আগস্ট। পরিবারের অন্য সদস্যরাও এখন সুস্থ আছেন।
কোয়েল করোনা আক্রান্ত হওয়ার পর সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে অনেক মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করেছেন। আর এজন্য নতুন করে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ এই অভিনেত্রী। কোয়েল নানা বাধা-বিপত্তি থাকলেও দীর্ঘ এক বছর মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন। সব বাধা পেরিয়ে গত ২৬ সেপ্টেম্বর শুটিংয়ে ফিরেছেন এই নায়িকা। শুধু তাই নয়, কোয়েল ফিটনেস ঠিক করতে জুম্বা প্র্যাকটিসও করছেন। পাশাপাশি যোগা, জগিং তো রয়েছেই!