মাগুরায় মামলা দায়ের করা হয়েছে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে। ভুক্তভোগী ওই নারী রোববার (২২ নভেম্বর) রাতে মাগুরা সদর থানায় মামলা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন রোববার রাতে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে।ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে ওই গৃহবধূর। গ্রেপ্তারে চেষ্টা চলছে আসামিদের।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘ঘোড়ার গাড়িতে করে ধান সংগ্রহের কাজ করি আমি ও আমার স্ত্রী ধান মৌসুমে বিভিন্ন গ্রামে গিয়ে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে আসি ২০ দিন আগে ধান সংগ্রহ করার জন্য। আমরা জাগলা এলাকার মাঠে পলিথিনের তাঁবু টানিয়ে বাস করি থাকার জায়গা না থাকায়। অপরিচিত পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর চড়াও হয় এবং মেরে ফেলার হুমকি দেয় শনিবার (২১ নভেম্বর) রাতে। এ সময় তারা স্ত্রীকে গণধর্ষণ করে আমাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে। পরে ছিনিয়ে নিয়ে যায় আমার কাছে থাকা পাঁচ হাজার টাকা। তারা চলে যায় কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে।’