আগামীকাল রোববারের (২৪ জানুয়ারি) পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহারের এ তথ্য নিশ্চিত করেন শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে।
আরও তিনি জানান, এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে। তিনি দাবি করেন ওবায়দুল কাদেরের বরাত দিয়ে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী এসব বিষয়ে।
উল্লেখ্য, হরতাল কর্মসূচি ঘোষণা করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত।