এসি মিলান ইতালিয়ান সিরি’আ লিগে রোববার রাতে নাপোলির মুখোমুখি হয়েছিল। তারা নাপোলির মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে জ্লাতানা ইব্রার জোড়া গোলে। মহত্ব অনেক এই জয়টির। কারণ, এটা যে এক দশক পর পাওয়া জয় নাপোলির মাঠে!
৩৯ বছর বয়সী ইব্রাহিমোভিচ অসাধারণ দুটি গোল করে যান ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পেশিতে টান খেয়ে মাঠ ছাড়ার আগে। প্রথমে বল জালে জড়ান ২০ মিনিটের মাথায় সতীর্থের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নিয়ে। এরপর আরো একটি গোল করেন বিরতির পর ৫৪ মিনিটে সতীর্থের ক্রসে পেনাল্টি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হাঁটুতে লাগিয়ে। যা ছিল তার দশম গোল চলতি মৌসুমে সিরি’আ লিগে। ৬ ম্যাচে তাও মাত্র!
দ্রায়িস মার্টেন্স একটি গোল শোধ দেন ৬৩ মিনিটে। তাতে নাপোলির আশা জাগে। কিন্তু দশজনের দলে পরিণত হয় নাপোলি ৬৫ মিনিটে মিডফিল্ডার চিমুয়ি ব্যাকাইয়োকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে।আর কোনো গোল দিতে পারেনি তারা বাকি ২৫ মিনিট দশজন নিয়ে খেলে। তবে গোল করেন যোগ করা সময়ে (৯০+৫) এসি মিলানের নরওয়েজিয়ান ফুটবলার ইয়েন্স প্যাতের হাউগে। তাতে মিলান ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ে মিলান ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো। সস্যুলো আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে। নাপোলি অবস্থান করছে ষষ্ঠ স্থানে ১৪ পয়েন্ট নিয়ে।
: