১৪ জন দোষী সাব্যস্ত হয়েছে পাঁচ বছর আগে মহানবীর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানো ফরাসী রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায়। তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে।
৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে হামলায় অর্থের যোগানাদাতা ও আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সদস্য হিসেবে চিহ্নিত হায়াত বৌমেদিনিকে। আলী রিজা পোলাতকেও একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।১ থেকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই হামলায় সহযোগিতার দায়ে বাকিদের। এই রায় দেয় বুধবার (১৬ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আদালত।
হায়াত এখনো জীবিত আছেন ধারনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। ধারনা করা হচ্ছে বর্তমানে তিনি সিরিয়ার রয়েছেন বলে। ইসলামিক চরমপন্থী গোষ্ঠাই আইএস এ যোগ দিয়েছেন সেখানে তিনি। তিনি আরেক অপরাধী এমেডি কাউলিবালির স্ত্রী ছিলেন ২০১৫ সালে শার্লি এবদোর অফিসে হামলার সময়। শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেন কাউলিবালি ২০১৫ সালে। তার তুর্কি-ফঁরাসি বন্ধু আলী রিজা সে সময় তাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল।
এর চারদিন পর একটি ইহুদি সুপার মার্কেটে হামলা করে তারা দুজন। সেখানে পাঁচজনকে হত্যা করে একজন পুলিশসহ।উল্লেখ্য, শার্লি এবদো মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর ঘটনার পর ওই অফিসে হামলা করা হয় ২০১৫ সালে। সুপরিচিত কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয় ওই হামলায়। পাঁচজন মারা যায় এর কয়েকদিন পর প্যারিসে এই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায়। ফ্রান্স জুড়ে জিহাদিদের উপর্যুপরি হামলার ঘটনা শুরু হয় এই হামলার পর। ২৫০ জনের অধিক মানুষের মৃত্যু হয় এতে সব মিলিয়ে।