এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরকে। ফলে আরও এক বছর দায়িত্ব পালন করবেন তিনি একই পদে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)। চাকরির মেয়াদ শেষে বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা মো. আলী নূরের অবসরে যাওয়ার কথা ছিল আগামী ৫ জানুয়ারি থেকে, কিন্তু সরকার আগামী ৫ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে আরও এক বছরের জন্য তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আলী নূর স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে যোগ দেন গত বছরের ৩১ ডিসেম্বর। এ তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগে যোগ দেওয়ার আগে।