আরও ১৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে দেশে। এ নিয়ে ৮ হাজার ৫৫ জন করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১৫ জন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার (২৬ জানুয়ারি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্থ হয়েছেন ৪৪৭ জন গত একদিনে। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন।